Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে গৃহবধূ খুন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০২:০৪ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০২:০৪ PM

bdmorning Image Preview


কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে আয়েশা বেগম (১৯) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর রাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম বালুখালী রোহিঙ্গা শিবিরের ই ব্লকের মো. জাহিদ হোসেনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানায়, রাতে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে জাহিদ তার স্ত্রী আয়েশাকে গলা টিপে ধরে। এরপর আয়েশাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

সকাল ১০টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview