Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০১:২৮ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০১:২৮ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার সূর্যদয়েরর সাথে সাথে ৩১বার তোপধ্বনি ও ধুনট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এরপর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে গণকবর জিয়ারত ও দোয়া, ধুনট সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে সকাল ৮টায় সারা দেশের ন্যায় একযোগে জাতীয় সংগীত পরিবেশন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, পায়রা উড়িয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, বগুড়া সরকারি আযিযুল হক কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মতিয়ার রহমান সাজু, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, মুক্তিযোদ্ধা আজাহার আলী ভূইয়া, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম প্রমুখ।

এছাড়াও মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ দোয়া প্রার্থনা, ধুনট হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনা, ধুনট সরকারি এন.ইউ. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধা সংসদের প্রতি ভলিবল প্রতিযোগিতা এবং ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview