Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিক্ষামন্ত্রীকে ‘সময় দিয়ে’ আন্দোলন স্থগিত করলেন শিক্ষকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৬:৩৩ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০৬:৩৩ PM

bdmorning Image Preview


এমপিওর দাবিতে আন্দোলনরত শিক্ষকদের মাঝে পৌছে এমপিওভুক্তির জন্য দু’এক মাস সময় চাইলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে আন্দোলন একমাসের জন্য স্থগিত করেছেন ননএমপিও শিক্ষকরা।

রবিবার (২৪ মার্চ) বিকেল সোয়া পাঁচটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন ননএমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহামুদুন্নবী ডলার।

আজ রবিবার বিকেল সাড়ে তিনটার দিক জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষক-কর্মচারীদের মাঝে আসেন শিক্ষামন্ত্রী। তার সাথে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: সোহরাব হোসাইন। এ সময় শিক্ষক-কর্মচারীরা স্লোগান দিয়ে মন্ত্রীকে স্বাগত জানান।

জানা যায়, গত বৃহ্স্পতিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সারাদেশের বেসরকারি স্কুলের শিক্ষক-কর্মচারীরা। যদিও গত কয়েক বছর ধরেই এমপিওভুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তারা।

এর আগে, বেলা ১২টার দিকে কেন্দ্রীয় কমিটি বৈঠক করে অনশনে যাওয়ার সিদ্ধান্ত নেয় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর ননএমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মাহমুদুন্নবী ডলার বলেন, ফেডারেশেনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা আন্দোলন এক মাসের জন্য স্থগিত ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য দু’এক মাস সময় চান শিক্ষামন্ত্রী। চারটি নির্ণয়কের মাধ্যমে এমপিওর আবেদন যাচাই-বাছাই করা হয়েছে। আগামী বাজেটের পর এমপিওভুক্তির ঘোষণা দেয়া হবে বলেও আন্দোলনরত শিক্ষকদের জানান মন্ত্রী।

তিনি বলেন, এমপিওভুক্তির আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। ২ হাজার ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে এবিষয়ে ঘোষণা দিতে দু’ এক মাস সময় লাগবে। আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছেন। আমরা সে বিষয়ে আলোচনা করব। আপনাদের একটি প্রতিনিধি দল যাতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেন সে বিষয়ে ব্যবস্থা করব। তাই রাজপথ ছেড়ে নিজ নিজ প্রতিষ্ঠানের ফিরে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করানোর জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান শিক্ষামন্ত্রী।

Bootstrap Image Preview