Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, মে ২০২৪ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০২:১১ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০২:১১ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও দুই জনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার(২২ মার্চ) রাতে সদর উপজেলার ফতুল্লা থানার রামারবাগ শাহী মসজিদ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবলীগ নেতা মোস্তফা গ্রুপ ও গিয়াসউদ্দিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গতকাল  রাত ৮টার দিকে মোস্তফা গ্রুপের একজনকে পিটিয়ে গুরুতর আহত করে গিয়াস উদ্দিনের লোকজন। পরে ফিরে যাওয়ার সময় মোস্তফা গ্রুপের লোকজন খবর পেয়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে গিয়াসউদ্দিন গ্রুপের লোকজনদের উপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হলে একজন নারীসহ ১৫ জন আহত হন।

এই ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের  বলেন, এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview