Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় পাসপোর্ট দিয়ে মালয়েশিয়া ঘুরে এলেন বাংলাদেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৮:৪০ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৮:৪০ PM

bdmorning Image Preview


ভারতীয় পাসপোর্ট, পরিচয়পত্র ও এপ্যান কার্ড নিয়ে মালয়েশিয়া ভ্রমণ করার অপরাধে বাংলাদেশের এক যুবককে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। নিজের পরিচয় গোপন করে সে ভারতীয় পরিচয়ে মালয়েশিয়া ভ্রমণ করে।

গত বুধবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। ওই ব্যক্তির নাম মোহাম্মদ শহিদুল সর্দার। তার বাড়ি সাতক্ষীরা জেলায়।

সূত্র জানায়, মালয়েশিয়া থেকে কলকাতাগামী বিমান এয়ার এশিয়ার এ এ কে সিক্স থ্রিতে করে কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পর শহিদুলকে প্রথমে আটক করে অভিবাসন দফতর জিজ্ঞাসাবাদ শুরু করে।

এ সময় তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় পাসপোর্ট দেখে সন্দেহ হলে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাংলাদেশ থেকে লুকিয়ে ভারতে আসেন শহিদুল।

শহিদুল জানিয়েছেন, ভারতে যাওয়ার পর প্রথমে হুগলিতে থাকতেন তিনি। তারপরই অসাধু উপায়ে ভারতীয় পাসপোর্ট, ভারতীয় পরিচয়পত্র ও প্যানকার্ড তৈরি করে বিদেশে পাড়ি দেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার শহিদুলকে ব্যারাকপুর আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে অনুপ্রবেশ, প্রতারণা, অসাধু উপায়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করাসহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। একই সঙ্গে কে বা কারা এই পাসপোর্ট ও পরিচয় পত্র তৈরির সঙ্গে যুক্ত তাদের খোঁজে তল্লাশি চালানো হবে।

Bootstrap Image Preview