Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হংকং পুলিশ যা পারেনি, ঢাকার পুলিশ তা করে দেখিয়েছে: সিরিয়ান নাগরিক 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৭:১৩ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৭:১৪ PM

bdmorning Image Preview


চুরি হয়ে যাওয়া স্মার্টফোনের খোঁজ দিতে পারেনি হংকং পুলিশ কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিট তা খুঁজে বের করে দেন। ফেসবুক পেজে একটি স্ট্যাটাস এমনটাই জানিয়েছেন সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার নাজমুল সুমন।

আজ শুক্রবার বিকাল ৩টা ৫৮ মিনিটে নিজের ফেসবুক পেজের স্ট্যাটাস তুলে ধরা হলো,

দারমস ওমর নামের এক সিরিয়ান নাগরিক ব্যবসায়িক কাজে হংকং যান এবং সেখানে তার ব্যবহৃত স্মার্টফোনটি হারিয়ে ফেলেন। এতে বিপদে পড়েন তিনি। স্মার্টফোনটিতে ছিল ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্য ও বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড। স্মার্টফোনটি খুঁজে দিতে তিনি হংকং পুলিশের দ্বারস্থ হন। কিন্তু শত চেষ্টা করেও হংকং পুলিশ ব্যর্থ হয়।

এরপর ব্যবসায়িক কাজে দারমস ওমর বাংলাদেশে আসেন এবং এখানেও তার আরেকটি স্মার্টফোন হারিয়ে যায়। তবে বাংলাদেশে হতাশ হতে হয়নি এই সিরিয়ান ব্যবসায়ীকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিট হারানো স্মার্টফোনটি খুঁজে বের করে দেন।

অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার নাজমুল সুমনের সেই ফেসবুক স্ট্যাটাসটি দেয়া হলো, ‘জনাব ওমর, একজন সিরিয়ান নাগরিক। বিভিন্ন দেশে তার ব্যবসা রয়েছে। ব্যবসার কাজে তিনি একবার হংকং গিয়েছিলেন সেখানে তিনি তার স্মার্টফোনটি হারান, কিন্তু কোনোভাবেই এটা তিনি ফেরত পাননি। যদিও হংকং পুলিশ অনেক চেষ্টা করেছে।

যাই হোক, গত ১৪ মার্চ দারমস ওমর রাত ২টায় বাংলাদেশে অবতরণ করেন। তিনি তার শত তথ্যের ভান্ডার অন্য একটি স্মার্টফোনটি হারান।

তিনি দিশেহারা হয়ে যান, কারন তার ব্যবসায়িক সব তথ্যাদি ও যোগাযোগ এই ফোনেই রয়েছে। অবশেষে তিনি আমাদের দ্বারস্থ হন, যথারীতি আমাদের সম্মানিত ডিসি স্যার এর আদেশে আমাদের টিম কাজে লেগে যায় এই ফোন উদ্ধারে।

উল্লেখ্য, ফোনটি প্রযুক্তিগত ট্র্যাকিং করে উদ্ধার করা হয়নি বরং সাইবার পুলিশ নিজস্ব বুদ্ধিমত্তা ও মেধার মাধ্যমে বটমআপ পদ্ধতিতে যশোর থেকে উদ্ধার করে এই ফোন।

গত ২১ মার্চ জনাব ওমর ফোনটি ফেরত পেয়ে বেজায় খুশি। তিনি হাসির ছলে বলেই ফেললেন, হংকং পুলিশ যা পারেনি তা আপনাদের সাইবার পুলিশ পেরেছে।

অভিনন্দন আমাদের সাইবার ডিভিশন কে! অভিনন্দন এডিসি মুকুল কে! অভিনন্দন সম্মানিত ডিসি আলিমুজ্জান স্যার কে!

উল্লেখ্য, সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অধীনে শীঘ্রই ‘Lost and found’ নামে একটি সেল গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলেই এই প্রক্রিয়া শুরু হবে।’

Bootstrap Image Preview