Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিবগঞ্জে ৩৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

জিএম মিজান, শিবগঞ্জ, বগুড়া, প্রতিনিধি
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৫:৫৪ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৫:৫৪ PM

bdmorning Image Preview


বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৬০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) দুপুরে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়ী তল্লাশীর করার সময় ট্রাক তল্লাশী করে আমদানি নিষিদ্ধ ৩৬০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ এক যুবককে আটক করে।

জানা যায়, শুক্রবার (২২ মার্চ) দুপুরে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে এসআই কাজী নজরুল ইসলাম ও এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মোকামতলা পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে গাড়ী তল্লাশী করার সময় দিনাজপুর বিরামপুর হইতে বগুড়া গামী (ঢাকা-মেট্রো-ট-১১-৭১৭৫) নং ট্রাক তল্লাশী করে। এসময় গাড়ীতে থাকা আমদানি নিষিদ্ধ ৩৬০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ এক যুবককে আটক করে। আটককৃত যুবক জয়পুরহাট জেলার কলাই থানার কাদিপুর গ্রামের মোঃ হবিবর রহমান এর পুত্র আবু বক্কর ছিদ্দিক (৩৫)।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, মাদক অভিযান অব্যাহত আছে। মাদকের সাথে যেই জড়িত থাকুক, এবং তাদের শিকর যত গভীরেই থাকুক না কেন তা উপরে ফেলা হবে, মাদক কারবারীর কোনো ছাড় নেই।

Bootstrap Image Preview