Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে শাহবাগ মোড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০২:৩০ PM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ০২:৩০ PM

bdmorning Image Preview


নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে এবার রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শাহবাগ মোড়কে ঘিরে থাকা সবগুলো সড়কে যান চলাচল কার্যত বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

বুধবার (২০ মার্চ) সকাল থেকে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান শুরু করেন শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ছাত্ররা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

এদিকে রাজধানীর প্রগতি সরণি, ফার্মগেট, নিউমার্কেট এবং পুরান ঢাকা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ চলছে। 

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে প্রগতি সরণি এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হয়। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ৮ দফা দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। বুধবারও তারা দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান করছে শিক্ষার্থীরা।

Bootstrap Image Preview