Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০১:৪০ PM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ০১:৪০ PM

bdmorning Image Preview


নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জের ভৈরবে পালিত হয়েছে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।

বুধবার (২০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে কালো ব্যাজ ধারণ, মরহুমের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, তাবারক বিতরণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে সকাল ৭ টায় আওয়ামী লীগের ডাউলপট্রিস্থ দলীয় কার্যালয়ে কোরআনখানি। পরে সকাল ৯ টার দিকে মরহুমের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে সকাল ১০ টায়  উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্মরণসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হাকিম রায়হান, ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমনসহ দলীয় নেতাকর্মীরা।

অপরদিকে  মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বাদ জোহর স্থানীয় মসজিদগুলোতে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।এছাড়া সন্ধ্যায় ভৈরব প্রেসক্লাব ও ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। এছাড়া শহরের ভৈরবপুরে জিল্লুর রহমানের নিজ বাড়ি আইভি ভবনে সকাল থেকে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য,  ১২ বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০১৩ সালের এই দিনে বার্ধক্যজনিত কারণে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

Bootstrap Image Preview