Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ফ্যানের সুইচ দিতেই ঘরে আগুন, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ১০:৪১ AM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ১০:৪১ AM

bdmorning Image Preview


রাজধানীর মিরপুরে একটি বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার রাত ৩টার দিকে মিরপুর ১৩ নম্বর সেকশনের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন মোহাম্মদ হান্নান (৩৫) ও তাঁর স্ত্রী আছিয়া বেগম এবং তাঁদের পাশের রুমের ভাড়াটিয়া সিএনজিচালিত অটোরিকশার চালক উজ্জ্বল (৩০)।

হাসপাতালে আসা মোহাম্মদ হান্নানের আত্মীয় ফরিদা বেগম বলেন, মিরপুর ১৩ নম্বর সেকশনের শ্যামল পল্লী নতুন বাজার এলাকার একটি সেমিপাকা বাড়িতে থাকেন তাঁরা। আর ওই বাড়ির পাশের বাসায় থাকেন উজ্জ্বল। রাত ৩টার দিকে হান্নান ঘুম থেকে ফ্যানের সুইচ চালু করলে সেখানে শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। পরে আগুন কক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে স্বামী-স্ত্রীসহ পাশের কক্ষে থাকা উজ্জ্বল দগ্ধ হন। পরে তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া আজ বুধবার সকালে বলেন, হান্নান ও উজ্জ্বলের অবস্থা গুরুতর। আছিয়া মোটামুটি ভালো আছেন।

Bootstrap Image Preview