Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিলিতে ১৫০ বোতল ফেনসিডিলসহ আটক ৩ 

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৯:৪৫ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৯:৪৫ PM

bdmorning Image Preview


দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকা থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে জয়পুরহাট ক্যাম্পের র‌্যাব-৫ এর সদস্যরা।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে সীমান্তের দক্ষিন বাসুদেবপুর চুডিপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা ব্যক্তিরা হলেন, মৃত আতোয়ার হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩৮), মৃত আসলাম মন্ডলের ছেলে  সাজু মন্ডল (২৫),মৃত হাসান আলীর ছেলে আলমগীর হোসেন (২৩)। তারা সকলেই দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন এক প্রেস রিলিস বিজ্ঞপ্তিতে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম দক্ষিণ বাসুদেবপুর এলাকার চুডিপট্টিতে অভিযান চালিয়ে জয়পুরহাট ক্যাম্পের -৫ এর সদস্যরা ১৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করে। আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ৪ টি মোবাইল সেট ও ৪টি সিম কার্ড উদ্ধার করা হয।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল পার্শবর্তী দেশ হতে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট বিক্রয় করার কথা স্বীকার করেন।

Bootstrap Image Preview