Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কৃষি বিভাগের পিকআপের ধাক্কায় কিশোর নিহত

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৯:১৪ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৯:১৪ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার হাতিকাটা নামকস্থানে কৃষি বিভাগের একটি পিকআপের (মিনি ট্রাক ঢাকা মেট্রো-ঠ-১৩-০৩৪৫) ধাক্কায় রাজু আহমেদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে সে মারা যায়। নিহত রাজু আহমেদ হাতিকাটা গ্রামের ডাবলু হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষি বিভাগের পিকআপটি মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর থেকে দ্রুতগতিতে চুয়াডাঙ্গা অভিমুখে যাওয়ার সময় চুয়াডাঙ্গার হাতিকাটা এলাকায় পিছন দিক থেকে একটি চলন্ত বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে সাইকেল চালক রাজু সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। 

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে সে মারা যায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষি বিভাগের ঘাতক পিকআপটি পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। পিকআপটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। 


 

Bootstrap Image Preview