Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী বিজয়ী

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৫:২৬ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৫:২৬ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন নৌকা প্রতীকে ৩১ হাজার ৯১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধুনট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি (বহিস্কৃত) আলীমুদ্দিন হারুন মন্ডল দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬১৪ ভোট।  

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসীন আলম মাইক প্রতীকে ২১ হাজার ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন তালা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার কলস প্রতীকে ২৩ হাজার ৪৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেবেকা সুলতানা ফুটবল প্রতীকে ১৪ হাজার ২৭৫ ভোট পেয়েছে। 

সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৮৯টি কেন্দ্রের ৫৫৭টি বুথে (কক্ষ) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ  অনুষ্ঠিত হয়েছে।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২১ হাজার ২৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৫৫৭ জন ও নারী ভোটার ১ লাখ ১২ হাজার ৭১৩ জন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার রাজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলার কোন ভোটকেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 



 

Bootstrap Image Preview