Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচনঃ চকরিয়ায় বিদ্রোহী প্রার্থী সাঈদী নির্বাচিত

রিদুয়ান হাফিজ, চকরিয়া-পেকুয়া প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০২:৫৭ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০২:৫৭ PM

bdmorning Image Preview


পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের সমানে-সমান টক্কর হয়েছে। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছেন দলীয় মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা।

সোমবার (১৮ মার্চ) অনুষ্ঠিত চকরিয়া উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী এবং বিদ্রোহী প্রার্থী হিসেবে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই নির্বাচনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী নৌকা মার্কায় ভোট পেয়েছেন ২৯ হাজার ৯৮৯ ভোট এবং বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব ফজলুল করিম সাঈদী ভোট পেয়েছেন ৫৭ হাজার ৭০৫ ভোট।

ফলে বিদ্রোহী প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী ২৭ হাজার ৭১৬ ভোটে ব্যবধানে বিজয়ী হন।

উল্লেখ্য, চকরিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ২লাখ ৮৪ হাজার। এছাড়া সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview