Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে ৭ উপজেলার ৬'টিতেই আ.লীগের জয়

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ১২:৪৩ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ১২:৪৩ PM

bdmorning Image Preview


২য় ধাপে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানে ৭টি উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। বেলা বেড়ার সাথে সাথে একেবারেই ভোটারদের উপস্থিতি কমে যায়। ৭টি উপজেলায় ইতোমধ্যে বেসরকারিভাবে ফল প্রকাশ করা হয়েছে।

বান্দরবান সদর উপজেলায় আ’লীগ প্রার্থী একেএম জাহাঙ্গীর, রোয়াংছড়িতে আ’লীগ প্রার্থী চহাইমং মার্মা, থানচিতে আ’লীগ প্রার্থী থোয়াইহ্লা মং মার্মা, আলীকদমে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম, রুমায় আ’লীগ প্রার্থী উহ্লাচিং মার্মা, লামা আ’লীগ প্রার্থী মোস্তফা জামাল এবং নাইক্ষ্যংছড়িতে আ’লীগ প্রার্থী অধ্যাপক শফি উল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে জানা যায়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম জানান, দু-একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, এবার নির্বাচনে ৭ উপজেলায় চেয়ারম্যান পদে ১৭ জন পুরুষ, ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

Bootstrap Image Preview