Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাতকে দুই পলাতক আসামি গ্রেফতার

ছাতক প্রতিনিধি
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ১০:৪৮ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ১০:৪৮ PM

bdmorning Image Preview
প্রতীকী


সুনামগঞ্জের ছাতকের ফকির টিলা এলাকায় ভূমি সংক্রান্ত বিষয়ে মারামারির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৮ মার্চ) রাতে শহরের পশ্চিম বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল ফকিরটিলা এলাকার মৃত আকলুছ মিয়ার পুত্র জামাল মিয়া (৪০) ও একই এলাকার মৃত ওয়ারিছ আলীর পুত্র কুতুব উদ্দিন (৫৬)।

গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের সিনিয়র এসএসপি ও ছাতক সার্কেল দুলন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের পশ্চিম বাজার এলাকা থেকে তাগের গ্রেফতার করা করে। এ সময় এসআই শামীম অভিযানের সাথে ছিলেন।

এর আগে গত ৩ ফেব্রয়ারির ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আসামিপক্ষ হামলা করে ফকিরটিলা এলাকার মৃত তেরা মিয়ার পুত্র, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার কাউিন্সিল উপজেলা শাখার সহ-সভাপতি শাহ আরজ মিয়াসহ ১৭ জনকে আহত করে। শাহ আররজ মিয়াসহ ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শাহ আরজ মিয়া বাদী হয়ে ৭ ফেব্রুয়ারি ছাতক থানায় একটি মামলা (নং-৪) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান এর সত্যতা স্বীকার করেছেন।

Bootstrap Image Preview