Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে শিক্ষামেলায় দর্শনার্থীদের ভিড়

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৬:৪০ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৬:৪০ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এ দুই দিনব্যাপী শিক্ষা মেলায় দর্শনার্থীদের ভিড় জমেছে। বিভিন্ন প্রদর্শনীতে ফুটে উঠেছে সৃজনশীল পদ্ধতির নানা দিক।

সোমবার (১৮ মার্চ) পিটিআই প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বদ্ধ পরিকর। এই সরকার শিক্ষক-শিক্ষিকাদের সবধরণের সুবিধা নিশ্চিত করে যাচ্ছে। তাই পাঠদানে সকলকে মনযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি'র বক্তৃতা করেন পিটিআই’র সুপারিনটেনডেন্ট মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন শহরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা বেগম।

রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের ক্ষুদে শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনের মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের।

শিক্ষিকা গৌরি রায় জানান, জেলার ৮ উপজেলার ৮টি স্টলে রয়েছে মুক্তিযুদ্ধ, অমর একুশে, চারুকলা, আইসিটি ও প্রাথমিক এবং প্রাক প্রাথমিক বর্ণমালার অসংখ্য প্রদর্শনী।

এ ছাড়াও সৃজনশীল পদ্ধতির অনুকরণে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উভয়দিনেই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এতে জেলার বিভিন্ন স্থান থেকে শিক্ষক-শিক্ষিকাসহ দর্শনার্থীরা এসে ভীড় করেছেন।

Bootstrap Image Preview