Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচন: বান্দরবানে ভোটারের উপস্থিতি ‘২০ শতাংশ’

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৪:১৯ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৪:১৯ PM

bdmorning Image Preview


বান্দরবানে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।

রবিবার সকালে সদর উপজেলার ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিচ্ছে। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা একটু বেশি লক্ষ্য করা যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলো ভোটারশূন্য হয়ে পড়ে।

বেশ কয়েকটি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে জানা গেছে, ১৫-২০ শতাংশ ভোটগ্রহণ করা হয়েছে। এ ছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ, বিজিবি, র‌্যাবসহ সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে।

এ দিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুছ বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে ভোটারদের আগ্রহ কম। ভোট কেন্দ্রগুলো ফাকা। লোকজন উৎসাহ নিয়ে ভোট দিতে আসছে না। তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে আমার জয় নিশ্চিত।

আওয়ামী লীগ প্রার্থী একেএম জাহাঙ্গীর বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। ভোটারদের উপস্থিত কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview