Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০১:৪৫ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০১:৪৫ PM

bdmorning Image Preview


পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহন শুরু হয়। বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত। বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এছাড়া অন্যান্যদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজিজুর রহমান (কাপ পিরিজ), সদ্য বহিষ্কৃত কারাবন্দী উপজেলা যুবদলের আহ্বায়ক আলেকজান্ডার (দোয়াত কলম), জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. রাফি পান্না (ঘোড়া), উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল (মোটর সাইকেল) ও মাহফুজার রহমান (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নন্দীগ্রাম উপজেলা। উপজেলার মোট ৪৯ ভোট কেন্দ্রের মধ্যে ৩২ টি ঝুঁকিপূর্ণের তালিকা রয়েছে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৪০ হাজার ৫৩০ জন।

নন্দীগ্রাম উপজেলা সহকারী রির্টানিং অফিসার মোছা. শারমিন আখতার জানান, শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোতে বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স জোরদার করা হয়েছে।

Bootstrap Image Preview