Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ৫ ক্যান্সার আক্রান্তকে আড়াই লাখ টাকার চেক প্রদান

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ১২:৩৩ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ১২:৩৩ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ শহরের ৫ জন ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসা সহায়তায় ২ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। 

সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির তার বাসভবনে এই চেকগুলো হস্তান্তর করেন।

সহায়তাপ্রাপ্তরা হলেন- যশেরআব্দা এলাকার মৃত আবুধন সরকারের ছেলে হরিধন সরকার, উত্তর শ্যামলী এলাকার মৃত আজিজুল হকের ছেলে মোঃ রশিদ মিয়া, রামকৃষ্ণ মিশন রোড এলাকার প্রদীপ কুমার পালের মেয়ে শ্যামলী রাণী পাল, নাতিরপুর এলাকার আলফজ আলীর ছেলে মোছাঃ মমরাজ আক্তার ও মাহমুদাবাদ এলাকার মৃত হাসান আলীর মেয়ে ছায়া খাতুন। 

এ সময় শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আবু নাঈম মৃধাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সমাজসেবা কর্মকর্তা আবু নাঈম মৃধা জানান, উল্লেখিত সকলেই দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসাধীন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৫টি বিশেষ রোগের আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় এদের প্রতিজনকে ৫০ হাজার করে মোট আড়াই লাখ টাকার সহায়তা প্রদান করা হয়েছে। অসুস্থদের পক্ষ থেকে তাদের পরিবারের সদস্যরা চেক গ্রহণ করেন।


 

Bootstrap Image Preview