Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শার্শায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৮:৩৮ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৮:৩৮ PM

bdmorning Image Preview


যশোরের শার্শায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১৭ মার্চ) সকালে উপজেলায় র‌্যালি, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় উপজেলা থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালির নের্তৃত্ব দেন শার্শা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মনজু।

র‌্যালিতে উপজেলার সকল কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মনজু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়াম্যান, আলেয়া ফেরদৌস ও অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

Bootstrap Image Preview