Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অতিরিক্ত নিকোটিনযুক্ত সাড়ে ৬ লক্ষ ভারতীয় বিড়ির চালান আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৬:৫৬ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৬:৫৬ PM

bdmorning Image Preview


সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযোন চালিয়ে সীমান্তের ওপার থেকে নিয়ে আসা অতিরিক্ত নিকোটিনযুক্ত প্রায় ১০ লাখ টাকার ভারতীয় বিড়ির চালানসহ এক চোরাকারবারীকে আটক করেছে।

শনিবার (১৬ মার্চ) বিকেলে দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার সিটি গেইটের সামন থেকে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি এ চালান আটক করা হয়।

আটককৃত সীমান্ত চোরাকারবারীর নাম, সাইফুর রহমান (২০)। সে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের  ঘাটেরচটি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা জানান, মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম শনিবার বিকেলে দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার সিটিগেইটের সামনে থেকে একটি কাভার্ড ভ্যান আটক করে। এরপর ওই ভ্যানে তল্লাশী চালিয়ে ৬,৩০,০০০ (ছয় লক্ষ ত্রিশ হাজার) শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন পাতার বিড়ি ও কাভার্ড ভ্যানটি জব্দ করে। জব্দকৃত ভ্যানের মূল্য প্রায় ৮ লাখ ও বিড়ির মূল্য প্রায় ১০ লাখ টাকা।

তিনি জানান, জব্দকৃত বিড়িগুলো সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে বিনাশুল্কে বাংলাদেশে অভ্যন্তরে নিয়ে আসার পর পুরো চালানটি দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার অপর একটি চোরাকারবারীর গ্রুপের হাতে পৌঁছানোর কথা ছিল।

মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বিড়ির চালানের সাথে আটককৃত সাইফুরকে জিজ্ঞাসাবাদে এসব চোরাচালানের সাথে জড়িত অন্যদের ব্যাপারে তথ্য পাওয়া গেছে। আলামতসহ সাইফুরকে দক্ষিণ সুরমা থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন।

Bootstrap Image Preview