Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভেঙে গেলো বিলুপ্ত নীলগাইয়ের বংশ বৃদ্ধির স্বপ্ন

সোহেল রানা, হিলি প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৬:০৭ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৬:০৭ PM

bdmorning Image Preview


বিলুপ্ত হওয়া দুইটি নীলগাই রাখা হয়েছিলো দিনাজপুরের রামসাগর চিড়িয়াখানায়। বিলুপ্তপ্রায় এই প্রাণীর বংশ বৃদ্ধির জন্য নারী ও পুরুষ নীলগাইকে রাখা হয় একই জায়গাতে।

অবশেষে শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টায় অনাকাঙ্খিত দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে নারী নীলগাই। এতে করে বাংলাদেশে ভেঙে গেলো বিলুপ্ত নীলগাইয়ের বংশ বৃদ্ধির স্বপ্ন।

সন্ধ্যায় চিড়িয়াখানার ভিতরে নীলগাই দুইটি খেলা করার সময় নারী নীলগাইটি চিড়িয়াখানার নেটের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়।নীলগাইটি বুকে প্রচণ্ড ব্যাথা পাওয়ায় চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে।

দিনাজপুর রামসাগর জাতীয় উদ্দ্যানের কিউরেটর (তত্বাবধায়ক) একেএম আব্দুস সালাম তুহিন নারী নীলগাইটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থেকে একটি নারী নীলগাই উদ্ধার করা হয়। এরপর চলতি বছরের ২২ জানুয়ারী নওগাঁ জেলার মান্দা উপজেলার থেকে আরেকটি পুরুষ নীলগাই উদ্ধার হয়। বাংলাদেশে বিলুপ্ত এই প্রাণীর বংশ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে বিভিন্ন প্রক্রিয়া শেষে নীলগাই দু’টিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানের চিড়িয়াখানায় রাখা হয়।

Bootstrap Image Preview