Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, পুলিশের উপর হামলা

উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৫:৩৮ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৫:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কক্সবাজারের উখিয়ার কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ক্যাম্প ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছলে রোহিঙ্গারা তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। আত্বরক্ষার্থে পুলিশ ৭/৮ রাউন্ড রাবার বুলেট ছুড়লে রোহিঙ্গারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

শনিবার রাত আড়াইটার দিকে ক্যাম্পের অদুরে ৬নং ক্যাম্পে অবস্থিত নৌকার মাঠের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় সেনা সদস্য পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১০ জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়।

প্রতক্ষ্যদর্শী পুলিশ কর্মকর্তা প্রভাত জানান, কালো হাফ প্যান্ট পরিহিতা হাজার হাজার রোহিঙ্গা দা-কিরিজ নিয়ে একে অপরের উপর হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। মনে হচ্ছিল একটি রণক্ষেত্র।

কুতুপালং ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ সেনা সদস্যের সাথে করে ঘটনাস্থলে পৌছালে উচ্ছৃঙ্খল রোহিঙ্গারা তাদের লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এ সময় আত্মরক্ষাথে পুলিশ ৭/৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে মারলে রোহিঙ্গারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থল থেকে সেনা সদস্য ও পুলিশ ১০ জন রোঙ্গিাকে আটক করে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল খায়ের জানান, আটক ১০ জন রোহিঙ্গাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানিয়েছে।

Bootstrap Image Preview