Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীকে বলেছি, নির্বাচনে কিছুটা হলেও অনিয়ম হয়েছে: ভিপি নুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৯:১৫ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৯:১৮ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ শেষে ডাকসু'র নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, 'আমি প্রধানমন্ত্রীকে বলেছি, এই নির্বাচনে কিছুটা হলেও অনিয়ম ও ব্যত্যয় ঘটেছে। সেগুলো তদন্ত করা হোক।

শনিবার (১৬ মার্চ) দিবাগত রাতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন নুর।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কোন্দল ও সংঘর্ষে জড়াতে নিষেধ করেছেন। তিনি সবাইকে মিলেমিশে কাজ করতে বলেছেন।

ভিপি নুর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে প্রধানমন্ত্রী অতীতেও সহযোগিতা করেছেন ভবিষ্যতেও করবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারের সদিচ্ছায় নির্বাচন হয়েছে। পর্যায়ক্রমে সব বিশ্ববিদ্যালয়ে হবে।

এর আগে শনিবার বেলা ২টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আসতে শুরু করেন ডাকসু ও হল সংসদের নির্বাচিতরা। হল সংসদের ২৩৪ জন নির্বাচিত প্রতিনিধি যান গণভবনে। বিশ্ববিদ্যালয়ের ১১টি বাসে তারা গণভবনে পৌঁছান।

সবাশেষে বেলা ৩টার দিকে একটি 'প্রাইভেটকারে' গণভবনে পৌঁছান ডাকসু ভিপি নুরুল হক নুর। ওই গাড়িতে ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেনও ছিলেন।

প্রসঙ্গত, গত ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

Bootstrap Image Preview