Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩৫৪ কোটি টাকা ব্যয়ে ভূলতা ফ্লাইওভারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

রূপগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৮:৫৫ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৯:০৪ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩৫৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৪ লেন ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত ভূলতা ফ্লাইওভারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

শনিবার (১৬ মার্চ) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন করা হয়।

একই সাথে কাচঁপুর দ্বিতীয় সেতু ও শীতলক্ষা ব্রিজেরও শুভ উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে বেলা সাড়ে ১২টায় বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক ফিতা কেটে ফ্লাইওভারটি গণপরিবহনের জন্য খুলে দেন।

উদ্বোধনকালে পাট ও বস্ত্র মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, ভূলতা এলাকা ছিল যানজটের নগরী। মানুষের দুর্ভোগের শেষ ছিলনা। আজ সেই যানজটের অবসান ঘটল।

এ সময় তার সাথে ছিলেন, রূপগঞ্জ উপজেলা কর্মকর্তা মমতাজ বেগম, তারাবো পৌর মেয়র হাছিনা গাজী, লেখক, কলামিষ্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ শাহজাহান ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছ, গোলাকান্দাইল ইউনিয়ন চেয়ারম্যান মনজুর হোসেন ভূঁইয়া, ভূলতা ইউনিয়নের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হকসহ রূপগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দরা। 

Bootstrap Image Preview