Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে শিক্ষার্থীকে ইভটিজিং, গ্রেফতার ১

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৫:৪৯ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৫:৪৯ PM

bdmorning Image Preview


চট্টগ্রামে শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে তানভীর আহমেদ ছিদ্দিক (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ মার্চ) ভোরে বাকলিয়া থানার মিয়া খান নগর বাইদ্দারটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তানভীর আহমেদ ছিদ্দিক ওই এলাকার আব্দুল হকের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন শনিবার দুপুরে এ ঘটনায় সংবাদ সম্মেলন করে জানান, ভুক্তভোগি শিক্ষার্থী ফেসবুকে ভিডিও প্রচার করে পুলিশের কাছে অভিযোগ ও বখাটেদের শাস্তির দাবি জানায়। পরে সেই ভিডিও সূত্র ধরে তাদের পরিচয় বের করে পু্লিশ।

অভিযান চালিয়ে ইভটিজিং এ জড়িত তানভীর আহমেদ ছিদ্দিককে গ্রেফতার করা হয়। তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

ওসি মোহাম্মদ মহসীনের বক্তব্যে জানা যায়, আগে গত ৬ মার্চ কদমতলী এলাকা থেকে রিকশা নিয়ে মাদারবাড়ির বাসায় ফেরার পথে ইভটিজিংয়ের শিকার হন সিটি কলেজের শিক্ষার্থী ফারহেনা নওরীন। সেই ঘটনার ভিডিও করে ফেসবুকে প্রচার করেন তিনি।

এবিষয়ে ফারহেনা নওরীন বলেন, বখাটেরা প্রথমে আমার ওড়না ধরে টান দেয়। পরে রিকশার সামনে গিয়ে অশ্লীল ভাষায় কথা বলে। তখন আমি প্রতিবাদ করে তাদের থাপ্পড় দিব বলি। পরে যখন ব্যাগ থেকে মোবাইল বের করে ভিডিও করি তারা বুঝতে পেরে চলে যায়।

তিনি আরও বলেন, আমি চাই অন্য মেয়েরাও ইভটিজিংসহ সকল অন্যায় মুখ বুজে সহ্য না করে প্রতিবাদ করুক।

Bootstrap Image Preview