Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোট না দেয়ার আহ্বান জানিয়ে পোস্টার ছাপলেন এমপি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৫:১৯ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৫:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আগামী ১৮ মার্চ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে সাধারণ মানুষকে ভোট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ওই আসনের শপথ না নেয়া বিএনপির সাংসদ আলহাজ মোশারফ হোসেন।

শনিবার (১৬ মার্চ) নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ও রাস্তার মোড়ের দেয়ালে মোশারফের ছবি দিয়ে এই সাদাকালো পোস্টারটি দেখা যায়।

শপথ না নেয়া বিএনপির সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেনের ছবি সম্বলিত প্রচারিত পোস্টারে লেখা রয়েছে, আওয়ামী বাকশাল সরকারের দালাল, দেশমাতা বেগম খালেদা জিয়া মুক্তি আন্দোলনে বাধা, ক্ষমতালোভী বিশ্বাস ঘাতক বিএনপি নেতা আলেকজান্ডার ও রাফি পান্নাকে ভোট দানে বিরত থাকার মাধ্যমে বর্জন করুন।

'ভোট বর্জনের ডাক' শিরোনামের শেষে লেখা রয়েছে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশক্রমে আলহাজ্ব মো. মোশারফ হোসেন, সংসদ সদস্য বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)।

এ দিকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, তিনি সাধারণ জনগণকে এ ধরনের আহ্বান জানাতে পারেন না। একই সঙ্গে এই অপরাধে দণ্ডিত হয়ে এমপি মোশারফের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে আলহাজ মোশারফ হোসেন বলেন, এটি আমার প্রতিপক্ষরা করেছে। আমি দলীয় নেতাকর্মীদের এই প্রহসনের নির্বাচন থেকে সরে আসতে এবং ভোট প্রদান না করার মৌখিক অনুরোধ জানিয়েছি এটি সত্য। তবে সাধারণ মানুষকে আমি নিষেধ করিনি। পোস্টারও আমি বের করিনি।

জানা যায়, শুক্রবার (১৫ মার্চ) রাতে নন্দীগ্রাম উপজেলা যুবদলের বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থী আলেকজান্ডারের জেল থেকে লেখা একটি চিঠি উপজেলার বিভিন্নস্থানে বিতরণ করা হয়। এতে ভোটারদের ভোট দিতে অনুরোধ জানানো হয়। এই চিঠিটি বিলি করার ১২ ঘণ্টার মধ্যেই ভোট দানে বিরত থাকার আহ্বান জানিয়ে পাল্টা পোস্টার লাগানো হয়েছে।

এ  ছাড়া দেয়ালে লাগানো এই পোস্টারে দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে বিএনপির যেসব বহিষ্কৃত প্রার্থী ভোট করছেন তাদেরকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করা হয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা দলের নেতাকর্মী, সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য অনুরোধ করেছি।

এ বিষয়ে উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, এভাবে সাধারণ ভোটারদের ভোট প্রদানে নিষেধ করা শাস্তিযোগ্য অপরাধ।

Bootstrap Image Preview