Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

জোবায়ের রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৫:১৭ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৫:১৭ PM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রামে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মার্চ) নন্দীগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং রির্টানিং অফিসার রায়হানা ইসলাম। 

পরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন ও প্রশিক্ষক রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান।  

প্রশিক্ষণে ৪৯ জন প্রিজাইডিং অফিসার, ৩৪২ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৬৮৪ জন পোলিং অফিসার ও ৫০ জন অতিরিক্ত ভোটগ্রহণ কর্মকর্তা অংশগ্রহণ করেন।  


 

Bootstrap Image Preview