Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিলিতে ১৫৩ বোতল ফেনসিডিলসহ আটক ১

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০২:৫৭ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০২:৫৭ PM

bdmorning Image Preview


দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে ১৫৩ বোতল ফেনসিডিলসহ নুর ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ বিজিবি।

আজ শুক্রবার সকালে সীমান্তের জেসিও নম্বর সাপ পিলার ৭৯৫৬ মংলাপাড়া মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

মংলা ক্যাম্প কমান্ডার আবু সাঈদ জানান, ভারত থেকে অবৈধ ভাবে ঘাসুড়িয়া সীমান্ত এলাকা দিয়ে দেশে ফেনসিডিল পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মংলা মাঠে ওৎ পেতে থাকে। পরে ঐ ব্যক্তিকে ঘটনাস্থলে আসলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ১৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি সদস্যরা। আটককৃত ব্যক্তিকে মালামালসহ হাকিমপুর থানায় সোর্পদ করা হয়েছে।

আটককৃত নুর ইসলাম (২৭) হলেন হাকিমপুর উপজেলার ঘেলুপাড়া গ্রামের বাঈন উদ্দিনের ছেলে।

Bootstrap Image Preview