Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেতন বৈষম্য নিরসনের দাবিতে হাতিয়ায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন 

তাজুল ইসলাম তছলিম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ১০:০১ AM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ১০:০১ AM

bdmorning Image Preview


১১ তম গ্রেডের দাবিতে হাতিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি হাতিয়া শাখার আয়োজনে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, বঙ্গবন্ধুর সোনার  বাংলায় বৈষম্য’র কোন ঠাই নেই। তাদের ন্যায্য দাবি ১১ তম   গ্রেড অনতিবিলম্বে বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করেন নেতারা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, হাতিয়া শাখার সভাপতি নুরনবী শাহিন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বিজয় দাস, সাংগঠনিক সম্পাদক মাজেদ উদ্দিন ও কেন্দ্রীয় কমিটির সদস্য মফিজ উদ্দিন প্রমুখ।

উপজেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ’ সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সহকারি শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে নির্ধারণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

Bootstrap Image Preview