Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেতন বৃদ্ধির দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৫:৫৫ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


বান্দরবানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (১৪ মার্চ) বিকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে সহকারী শিক্ষক সমিতির সভাপতি পারভিন আক্তারের সভাপতিত্বে বেতন গ্রেড বৈষম্য ন্যায্যতার ভিত্তিতে নিরসনকল্পে ১১তম গ্রেডের উন্নীতকরণ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে ব্যানার হাতে নিয়ে বান্দরবানে কর্মরত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তরা বলেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকার শিক্ষার মান উন্নয়নে অনবরত অবদান রেখে চলেছেন। এই ধারা অব্যাহত রাখতে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য নিরসনে বাংলদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ও নির্বাচনের পূর্বে প্রদত্ত অডিও ভয়েস কলের প্রতিশ্রুতি বাস্তবায়নসহ ১১তম গ্রেডে বেতন প্রদান করার জোর দাবি জানান।

Bootstrap Image Preview