Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১১তম গ্রেডের দাবি সহকারি শিক্ষকদের

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৪:১৬ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৪:১৬ PM

bdmorning Image Preview


‘দাবি মোদের একটাই, সহকারি শিক্ষকদের ১১তম গ্রেড চাই’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা মানববন্ধন করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করে তারা।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ভৈরব শাখার উদ্যোগে মানববন্ধনে উপজেলার ৯১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬ শতাধিক সহকারি শিক্ষক অংশ নেয়। এসময় তারা ব্যানার, ফেস্টুন, প্লের্কাড হাতে নিয়ে ও মাথায় ব্যাজ পড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সংগঠনের ভৈরব শাখার সভাপতি ও চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তারেক আহমেদের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাছুম মিয়া, সাবেক সভাপতি শামীম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, শিক্ষক নেতা আবুল মনসুর ভূইয়া, মোতাহার হোসেন, নুরুন্নাহার বেগম, এস এম ফজলুর রহমান ও নজরুল ইসলাম প্রমুখ।

Bootstrap Image Preview