Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিলিতে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

হিলি প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৬:৩০ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৬:৩০ PM

bdmorning Image Preview


'বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি' এই স্লোগানকে সামনে রেখে হিলিতে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) বিকেল ৪টায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভার মধ্যদিয়ে দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলার সহকারী প্রোগামার আলমগীর হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, জনস্বাস্থ্য প্রোকোশলী মামুনুর রশিদ, পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক হাসিনুর রশিদ, ছাতনী রাউতারা মাদরাসার অধ্যক্ষ নুরুল ইসলাম মন্ডসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

Bootstrap Image Preview