Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৩:২৩ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৩:২৩ PM

bdmorning Image Preview


'প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি' শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা সপ্তাহের নানা কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সকালে এ কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিশু বাঁচলে, বাঁচবে দেশ। প্রাথমিক শিক্ষায় সকল শিক্ষকদের নিজের ঘরের মতো করে শিশুদের দেখাশুনা ও পরিচর্যা করার জন্য অনুরোধ করেন। মাননীয় প্র্রধানমন্ত্রীর যে স্বপ্ন প্রাথমিক শিক্ষায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আহবান জানান।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক, শিক্ষাবিদ আব্দুল আজিজ প্রমুখ।

এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। 

 

Bootstrap Image Preview