Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিলিতে বিআরডিসি কর্মচারীদের কর্মবিরতি শুরু 

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০১:৪৫ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০১:৪৫ PM

bdmorning Image Preview


বেতন ভাতা বৃদ্ধির দাবিতে হিলিতে কর্মবিরতি পালন করেছেন স্থানীয় ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন (বিআরডিবি) এর কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (১৩ মার্চ) এ কর্মবিরতি শুরু করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে উপজেলার বিআরডিবি অফিসের সামনে এই কর্মসূচি পালন করে তারা। আগামী ১৫ মার্চ পযর্ন্ত এই কর্মসূচি চলবে।

বিআরডিবির হাকিমপুর উপজেলা পরির্দশক মশফিকুর রহমান বকুল জানান, বিআরডিবির ২০১০ সালের ৪৪তম বোর্ড মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে গঠিত ৭ সদস্য বিশিষ্ট কমিটির রাজস্বকরণের সুপারিশ ও ১১/০৪/২০১২ সালের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের জরুরি সভায় বিআরডিবি উপজেলাভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর কর্মচারীদের চাকরি রাজস্ব বাজেটের স্থানান্তার সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালন করা হচ্ছে। 


 

Bootstrap Image Preview