Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয়পুরহাটে খামারিদের নিয়ে সমাবেশ

আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি:
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০৫:০৯ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০৫:০৯ PM

bdmorning Image Preview


নিরাপদ মাংস ও ডিম উৎপাদনে জয়পুরহাট আধুনিক পোল্ট্রি খামার ব্যবস্থাপনায় জীব নিরাপত্তা রক্ষার্থে জয়পুরহাটে খামারিদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জামালগঞ্জ সরকারি খামারবাড়ীর সামনে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তৃতা করেন- অতিরিক্ত জেলা প্রশাসক মুুনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আঃ সালাম, জামালগঞ্জ কলেজের অধ্যক্ষ নেছারুল ইসলাম তোতা ও রাফিদ ফিড মিলের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন টুকু।

আক্কেলপুর উপজেলা প্রাণী সম্পদের ভেটেরিনারি সার্জন তরিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, পাচঁবিবি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল হাকিম, জয়পুরহাট সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল জলিল ও জয়পুরহাট সদর উপজেলা প্রাণীসম্পদের ভেটেরিনারি সার্জন রাশেদুল ইসলাম।

এ সময় জেলার তিন শতাধিক পোল্ট্রি খামারিরা সমাবেশে অংশ নেয়। পরে খামারিদের মাঝে ডিসপোজাল পিট তৈরীর উপকরণ বিতরণ করা হয়।

Bootstrap Image Preview