Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেরপুরে বিশেষ ক্লাসের নামে চলছে কোচিং

সৌরভ অধিকারী শুভ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০১:৪৭ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০১:৫৯ PM

bdmorning Image Preview


শিক্ষা জাতির মেরুদন্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। দুইটি চিরন্তন সত্য প্রবাদ বাক্য। তাই প্রত্যেক সচেতন অভিভাবক তার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে চায়। তাদের সন্তানরা মেধায় মননে সকল প্রতিযোগিতায় অন্যদের সাথে টিকে থাকুক সেটা প্রত্যেক অভিভাবকের কাম্য। তাই অভিভাবকরা তাদের সন্তানকে নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং স্বনামধন্য শিক্ষকদের তত্ত্বাবধানে রাখতে চেষ্টা করেন। আর এই শিক্ষকরাই অর্থের লোভে ক্লাশে ছাত্র-ছাত্রীদের মনোযোগী না করে মনোযোগী করছেন কোচিং ও প্রাইভেটে।

সরকার প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধের জন্য কঠোর নজরদারী ও নীতিমালা প্রণয়ন করলেও তা বাস্তবায়ন কতটুকু হচ্ছে তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। শুধু বন্ধের দিন ছাড়া প্রতিদিন সকালে একটি বিশেষ ক্লাশের নামে বাধ্যতামূলক করা হয়েছে কোচিং ও প্রাইভেটে।

শেরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে খামারকান্দি বালিকা দাখিল মাদ্রাসা প্রধান শিক্ষকের সহযোগিতায় বিশেষ ক্লাশের নামে সকাল সাড়ে ৭ থেকে ১০টা পর্যন্ত ও বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কোচিং বহাল রেখেছেন শিক্ষকরা। ক্লাশে শিক্ষক উপযুক্ত পাঠদান না দিয়ে কোচিং এ ভর্তি হওয়ার তাগিদ দেন। আর যদি কেউ কোচিং এ ভর্তি না হয় তাহলে তাদের মানসিকভাবে নির্যাতন করাসহ পরীক্ষায় নম্বর দেওয়া হবেনা বলে ভয়ভীতি দেখানো হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, বিশেষ ক্লাশের নামে বাড়তি টাকা নেওয়া হচ্ছে। এদিকে খামারকান্দি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে গনিত শিক্ষক রেজাউল করিম উপজেলা প্রসাশনসহ সবাইকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিশেষ ক্লাশের নামে কোচিং চালিয়ে যাচ্ছেন।

খামারকান্দি ইউয়িং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিনের কাছে কোচিং এর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানিনা। সকাল ১০ টায় স্কুলে গিয়ে দেখি কোন কোচিং বা প্রাইভেট চলছে না যদি এর আগে বা পরে কেউ কোচিং করে থাকেন তাহলে তার শাস্তি সেই ভোগ করবে। আর আমার কাছে কেউ অনুমতি এবং কোন অভিভাবক এই বিষয়ে অভিযোগ করেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক বলেন, উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের হয়েছে আমি তা জানিনা তবে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ বলেন, কোচিং বাণিজ্য বন্ধের জন্য একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Bootstrap Image Preview