Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামের জয়

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ১২:৫০ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০১:১৫ PM

bdmorning Image Preview


পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান জয়লাভ করেছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম। টানা ৪ বার নির্বাচিত হওয়ার পর হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো পরাজয় বরণ করেন সৈয়দ আহমদুল হক।

রবিবার (১০ মার্চ) হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন রুবেল এ তথ্য নিশ্চিত করেন।

ইউএনও রুবেল জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মোতাচ্ছিরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ৩৫ হাজার ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২৮ হাজার ৪০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন সৈয়দ আহমদুল হক এবং তৃতীয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম।

উল্লেখ্য, সদর উপজেলা পরিষদ নির্বাচনে টানা চারবার নির্বাচিত হন সৈয়দ আহমদুল হক। এবার পঞ্চমবারের মতো তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। তার বাড়ি সদর উপজেলার পইল গ্রামে। এলাকায় পইলের 'সাব' বলে তার খ্যাতি রয়েছে।

বিভিন্ন স্থানে রয়েছে হাজারো ভক্ত-অনুসারী। যে কারণে তিনি টানা চারবার নির্বাচিত হন বলে জানান স্থানীয়রা। 

Bootstrap Image Preview