Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঠাও বাইকচালকের কাঁপাকাঁপির গল্প

বানসুরি মোহাম্মদ ইউসুফ
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ১০:২৭ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ১০:২৭ PM

bdmorning Image Preview


গত সপ্তাহে পাঠাও সার্ভিস এভেইল করছিলাম। কুড়িল ক্রস করার সময় আবিস্কার করলাম চালকও কাঁপতেছে, আমিও কাঁপতেছি।

পাশ দিয়ে একেকটা গাড়ি শাঁ করে ওভারটেক করে, আর আমার বাইকচালক কাঁপাকাঁপি শুরু করে। তার কাঁপুনি দেখে ভয়ে আমিও কাঁপি, না জানি কখন কাইত হয়ে পড়ে যায়!

এক পর্যায়ে চালককে বললাম, বাইক থামান। তিনি থামালেন। বললাম, কবে থেকে চালান? বললেন, ঢাকায় সপ্তাহ খানেক হইছে। তবে গ্রামে বেশ কয়েক সপ্তাহ চালাইয়া শিখছেন, পাড়াতো ভাইয়ের বাইক ভাড়া নিয়ে!

জিজ্ঞাসা করলাম, লাইসেন্স আছে? বললেন, কিছু খরচাপাতি করে লাইসেন্স নিয়েই ঢাকায় আসছেন। ঢাকাতেও সবকিছু সেই পাড়াতো ভাই ম্যানেজ করে দিসে।

আমি বললাম ভাই, আপনি আমার পেছনে বসেন, আমি চালাই। বাই দ্য ওয়ে, ব্রেক কিভাবে করতে হয় এট্টু দেখায়া দিলেই হবে।

তিনি বললেন, আপনি পারেন চালাইতে? বললাম, কখনো চালাই নাই, তবে চেষ্টা করলে নিশ্চয়ই পারমু, আপনি যেইভাবে পারতেছেন! খালি একটু স্টার্ট দিয়া ব্রেকটা আমারে দেখায়া দেন, আসেন আসেন!!

বেচারার গলা দেখলাম শুকায়া গেছে। এইবার খাড়ায়া খাড়ায়া কাঁপতেছে!

কইলাম, কাঁপতে থাকেন, আমি বাসে উঠলাম।

বাসের জন্য অপেক্ষা করতে করতে অন্য বাইকচালকদের ফলো করলাম। বিষ্ময়ের সাথে লক্ষ্য করলাম, বেশীরভাগ এক্সপার্ট হলেও ওইরকম কাঁপাস্টাইলিস্ট দু'চারজন আছে!

পাঠাও প্রথম থেকেই আমার প্রিয়। কিন্তু এমনটা এর আগে দেখিনি! মনে হচ্ছে, লোকমুখে গল্প শুনে বেশী আয়ের আশায় অনেকেই অন্য পেশা ছেড়ে এই পেশায় আসতেছে, অভিজ্ঞতা ছাড়া।

এখনতো আমার গাড়ীর পাশ দিয়ে বাইক গেলেও ভয় পাই। কাঁপাস্পেশালিস্ট হলেতো আবার গাড়িতে আইসা পড়বে। পরে কইবে আপ্নের গাড়ির দোষ!

এত জনপ্রিয় একটা সার্ভিস। এইরাম হলেতো এক্সিডেন্ট যেমন বাড়বে, সার্ভিসটাও হারিয়ে যাবে!!

(লেখকের ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া)

Bootstrap Image Preview