Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১১ হলের মধ্যে ৯ হলেই ছাত্রলীগের চমক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৮:৫১ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৮:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত ১১ টি হলের ভিপি, জিএস ও এজিএসসহ ১৩ পদের ফল ষোষিত হয়েছে। এদের মধ্যে ৯টি হলের ছাত্রলীগ বিজয়ী হয়েছে।

ভোট গণনা শেষে স্ব স্ব সোমবার হলের রিটার্নিং কর্মকর্তারা এসব ভোটের ফলাফল ঘোষণা করেন।

হাজী মুহম্মদ মুহসীন হলের সহ সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ মনোনীত শহিদুল হক শিশির। তিনি পেয়েছেন ৭৬০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল মিয়া পেয়েছেন ২১৭ ভোট। ওই হলের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মেহেদী হাসান মিজান। তিনি পেয়েছেন ৬২১ ভোট। একই প্যানেল থেকে সহ সাধারণ সম্পাদক (এ জি এস) নির্বাচিত হয়েছেন সাদিল আব্বাস। তিনি পেয়েছেন ৭০৩ ভোট।

বঙ্গবন্ধু হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের আকমল হোসেন। তিনি পেয়েছেন ৯৭৯ ভোট। জি এস পদে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান শান্ত। তিনি পেয়েছেন ৯৯৫ ভোট। এজিএস পদে জয়ী হয়েছেন জুলফিকার হাসান। তিনি পেয়েছেন এক হাজার ১১ ভোট।

বিজয় একাত্তর হলে ভিপি নির্বাচিত হয়েছেন সজীবুর রহমান সজীব এবং জিএস নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান নিশান।

এছাড়া জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দিন হল ও জহুরুল হক হলে ১৩ পদের সবকয়টিতে ছাত্রলীগের প্যানেল বিজয়ী হয়েছে।

এদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী রিকি হায়দার আশা। সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের সারা বিনতে জামাল নির্বাচিত হয়েছেন। এ হলে ভোটের আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ছাত্রলীগের ৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। ছাত্রলীগের পূর্ণ প্যানেল ছাড়া তিনজন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করেন। তারা তিনজনই নির্বাচিত হয়েছেন। অন্য দু'জন হলেন সাহিত্য সম্পাদক পদে খাদিজা শারমিন, সংস্কৃতি সম্পাদক পদে তাসনীম হালিম মীম।

সূর্যসেন হলে ১৩ পদের মধ্যে ১১টি ছাত্রলীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বাকি দুটিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। সোমবার সন্ধ্যায় হলের রিটানিং অফিসার এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের মারিয়াম জাহান খান সোহান এবং সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন সিয়াম রহমান

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়ম, কারচুপি, জালভোট ও ছাত্রলীগের আধিপত্যের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া বাকি সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা।

Bootstrap Image Preview