Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদানের দাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৮:৩১ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৮:৩১ PM

bdmorning Image Preview


বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে উখিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালীন সময়ে শিক্ষক নেতারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে ঘোষনা দিয়েছিলেন সহকারী শিক্ষকদের বেতন ভাতা ১১তম গ্রেডে উন্নীত করা হবে। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকেরা আর্থিকভাবে মানবেতর দিন যাপন করছে।

বক্তারা বলেন, প্রায় ৮ লাখ রোহিঙ্গা বসবাসের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সার্বিক ক্ষেত্রে শিক্ষকেরা এক মহা ক্রান্তিলগ্নে দিন কাটাচ্ছে। অথচ প্রধান শিক্ষকের মত তারাও যথাযথ দায়িত্ব পালন করছে। কিন্তু বেতন ভাতা প্রদানের ক্ষেত্রে সহকারী শিক্ষদের আজ চরম বৈষম্যতার শিকার হয়ে পরিবার পরিজন নিয়ে কষ্টের মধ্যে দিন যাপন করতে হচ্ছে।

বক্তারা আরো বলেন, যতক্ষণ না প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সহকারী শিক্ষকদের বেতন ভাতা ১১তম গ্রেডে উন্নীত করার ঘোষণা দেয় ততক্ষণ পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন অব্যাহত রাখবে।

ঘণ্টাব্যাপী মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন, উখিয়া সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক মুজিবুল হক, শাহজান, নুরুল্লাহ, মোঃ ইসলাম, আব্দুল মালেক ও বেলাল উদ্দিন।

Bootstrap Image Preview