Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৩:৪২ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৩:৪২ PM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাইয়ে দুই দিনব্যাপী ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১১ মার্চ) বেলা ১২টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলমের সভাপতিত্বে বিয়াম ল্যাবরেটরিী স্কুল ও কলেজে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম।

পরে উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মোবারক হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক ,নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি এজিএম ফিরোজ জামান, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তাফা কামাল, প্রধান শিক্ষক আহসান আলী, প্রধান শিক্ষক খরশেদ আলম, আত্রাই প্রস ক্লাব সভাপতি মোঃ রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমূখ।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথী ও ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার করা যন্ত্র প্রদর্শন করা হয়। 

Bootstrap Image Preview