Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে একই ওয়ার্ডে দুই ভাইস চেয়ারম্যান নির্বাচিত 

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৩:১০ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৩:১৫ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে বনপাড়া পৌরশহরের একই ওয়ার্ড থেকে মহিলা ও পুরুষ দুই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কালিকাপুর মহল্লার ১০ নং ওয়ার্ড থেকে নির্বাচিত দুই ভাইস চেয়ারম্যান হলেন বনপাড়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা অনার্স মহিলা কলেজের প্রভাষক সুরাইয়া আক্তার কলি।

আতাউর ওই পাড়ার মরহুম ইয়াদ আলী প্রামাণিকের ছেলে এবং সুরাইয়া আক্তার কলি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মরহুম এশারত আলীর মেয়ে। তারা উভয়ে পরস্পর আত্মীয়। এই নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন অংশ নেন।

রবিবার (১০ মার্চ) রাত ১১টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ইসাহাক আলী কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে আতাউর রহমান আতা ৩২ হাজার ৬ শ' ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। এ পদে তার তার প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থীতালা প্রতীকে রফিকুল বারী পান ৩১ হাজার ৮শ' ৯২ ভোট  ও টিউবওয়েল প্রতীকে রেজাউল করিম ভুট্টো  পান ৩১ হাজার ১শ' ৮০ ভোট।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ৬৩৮৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন প্রভাষক সুরাইয়া আক্তার কলি। এই পদে তার প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থী ফুটবল প্রতীকে নার্গিস বেগম পান ২৫ হাজার ২৫ ভোট ও হাঁস প্রতীকে পারুল আক্তার পান ৬ হাজার ৫শ' ৪২ ভোট। 

। 

Bootstrap Image Preview