Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে নৌকা প্রতীক নিয়ে ডা. সিদ্দিকুর পুণরায় নির্বাচিত

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০১:২৩ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ০১:২৩ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পুণরায় নির্বাচিত হয়েছেন ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি জেলা আ’লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান। তার বিপক্ষে নির্বাচনে অংশ নিয়ে আনারস প্রতীকে মাত্র ৮৬০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু।

রবিবার (১০ মার্চ) উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে এই নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২১২২০৭ জন। ভোট পড়েছে ১০০৩২৫টি (৪৭ দশমিক ২৭ শতাংশ)। ২৫ টি ঝুঁকিপূর্ণ সহ মোট কেন্দ্র ছিলো ১০০ টি। অত্যান্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে  নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে নৌকা প্রতীক ৪৯৬২৫ এবং আনারস প্রতীক ৪৮৭৬৫ ভোট পেয়েছে।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে আতাউর রহমান আতা ৩২৬৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে পরাজিত প্রার্থীরা হলেন, তালা প্রতীকের রফিকুল বারী (৩১৮৯২) ও টিউবওয়েল প্রতীকের রেজাউল করিম ভুট্টো (৩১১৮০)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ৬৩৮৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, প্রভাষক সুরাইয়া আক্তার কলি। এই পদে পরাজিতরা হলে্‌ন, ফুটবল প্রতীকের নার্গিস বেগম (২৫০২৫) ও হাঁস প্রতীকের পারুল আক্তার (৬৫৪২)।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইসাহাক আলী রবিবার রাত ১১ টার দিকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করতে ২ প্লাটুন বিজিবি, ৩০৬ জন পুলিশ, ৩২ জন র‍্যাব সদস্য ও ১২০০ আনছার বাহিনীর সদস্য দায়িত্বাধীন ছিলেন।

Bootstrap Image Preview