Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে জয়পুরহাটের ৫টি উপজেলার ফলাফল

আল মামুন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ১০:৩৪ AM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ১০:৩৪ AM

bdmorning Image Preview


জয়পুরহাট সদর উপজেলায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এস এম সোলায়মান আলী এবং পাঁচবিবি উপজেলায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মনিরুল শহীদ আগেই নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কালাই উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিনফুজুর রহমান মিলন (নৌকা) প্রতীকে প্রাপ্ত ভোট ৫০ হাজার ৭'শ ১৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদ সমর্থিত প্রার্থী তরিকুল ইসলাম (মশাল) প্রতীকে ৮ হাজার ৮'শ ৭২ ভোট পেয়েছেন।

ক্ষেতলাল উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোস্তাকিম মন্ডল (নৌকা) প্রতীকে প্রাপ্ত ভোট ৩৪ হাজার ২'শ ১ পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম তালুকদার (আনারস) প্রতীকে ২২ হাজার ৮'শ ৬৩ ভোট পেয়েছেন।

আক্কেলপুর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুস ছালাম আকন্দ (আনারস) প্রতীকে প্রাপ্ত ভোট ২৯ হাজার ৮'শ ৪৪ পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোখছেদ আলী (নৌকা) প্রতীকে ২২ হাজার ৮'শ ৪২ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, রবিবার (১০ মার্চ) জয়পুরহাটের ৫টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।   

Bootstrap Image Preview