Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাজে ফাঁকি দেওয়ায় ১৯৩ জনকে চাকরিছাড়া করলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৮:৪৬ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৮:৪৬ PM

bdmorning Image Preview


কাজে ফাঁকি দেওয়ায় পটুয়াখালী পৌরসভায় অবৈধভাবে মাস্টাররোলে নিয়োজিত ১৯৩ জন পরিচ্ছন্নতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন নবনির্বাচিত মেয়র মহিউদ্দিন আহম্মেদ।

মেয়রের দায়িত্ব গ্রহণের দ্বিতীয় কার্যদিবসে রোববার পৌরসভায় মাস্টাররোলে নিয়োজিত ৩৩৮ জন কর্মচারীর মধ্যে সাবেক মেয়র কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত ১৯৩ জন পরিচ্ছন্নতাকর্মীকে অব্যাহতি দেয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৩ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ না করে মাসে একদিন অফিসে এসে স্বাক্ষর দিয়ে বেতন উত্তোলন করতেন। তাই তাদের ছাঁটাই করেছেন নতুন মেয়র।

এ বিষয়ে নতুন মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, মাস্টাররোলে নিয়োজিত উন্নত পরিচ্ছন্নতাকর্মী ছিলেন তারা। এরা পৌরসভার কোনো কাজ করেন না, সচ্ছল ব্যক্তিবর্গের স্ত্রী ও সাবেক মেয়রের আত্মীয়-স্বজন। নামেমাত্র পরিচ্ছন্নতাকর্মী এরা। তাই এদের বাছাই করে ১৯৩ জনকে ছাঁটাই করা হয়েছে। নিয়োগ নীতির মাধ্যমে এদের স্থলে দক্ষ ও কর্মঠ পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেয়া হবে। বর্তমানে যেসব পরিচ্ছন্নতাকর্মী আছেন তাদের দিয়ে পৌরসভার পরিচ্ছন্নতার কাজ চালানো যাবে বলেও জানান মেয়র মহিউদ্দিন।

গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিপুল ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ ‘জগ’ প্রতীক নিয়ে বিজয়ী হন।

গত ৭ মার্চ বৃহস্পতিবার সকালে নবনির্বাচিত মেয়র হিসেবে মহিউদ্দিন আহম্মেদ পৌরসভার দায়িত্বগ্রহণ করেন। মেয়রের দায়িত্ব গ্রহণের দ্বিতীয় কার্যদিবস ছিল রবিবার। দায়িত্ব নিয়েই কাজে ফাঁকি দেয়া এসব পরিচ্ছন্নতাকর্মীকে অব্যাহতি দেন তিনি।

Bootstrap Image Preview