Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চাকমারকুল ক্যাম্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আবছার কবির আকাশ, কক্সবাজার প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৫:১৬ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৫:১৬ PM

bdmorning Image Preview


'নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো' শ্লোগানকে সামনে রেখে হোয়াইক্যংয়ের চাকমারকুল ক্যাম্পে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আরআরআরসি, বিএনডাব্লিউএলএ, ব্রাক, সেইভ দ্যা সিলড্রেন এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

রবিবার (১০ মার্চ) সকাল ১১ টার দিকে আদরা অফিস থেকে ক্যাম্প ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে এক জমকালো র‍্যালি ক্যাম্পের বিভিন্ন রোড প্রদক্ষিণ করে সিআইসি অফিসের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে সিআইসি অফিসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিআইসি মাহবুবুর রহমান বলেন, সফলতার পেছনে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। নারীকে বাদ দিয়ে পুরুষের একক অংশগ্রহণে উন্নয়ন সম্ভব নয়। কিন্তু প্রায় সব সময় নারীরা অবহেলিত হয়ে আসছেন। তারা তাদের প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন। এ জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

তাই পুরুষের পাশাপাশি নারীদের সমান অংশগ্রহণ প্রয়োজন। নারীর সমতাই হচ্ছে সবার অগ্রগতি। এছাড়া তিনি ক্যাম্প নারী ও শিশু নির্যাতন বন্ধে বিভিন্ন এনজিওর আরো সহযোগীতা চান।

Bootstrap Image Preview