Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচনেও জনগণের আগ্রহ নেই: ফখরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৪:৩৬ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৪:৩৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের প্রতি আস্থা না থাকায় সিটি নির্বাচনে ভোট দিতে যায়নি জনগণ। উপজেলা নির্বাচনেও জনগণের আগ্রহ নেই।

রবিবার (১০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী কৃষক দলের নব গঠিত আহ্বায়ক কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ একেবারে পোষ্যদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে। আর তারা সম্পূর্ণ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থেকে কাজ করছে।

ফখরুল বলেন, নির্বাচনে তারা যা করেছে সেটা নজিরবিহীন। তারা নির্বাচনী ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে ফেলেছে। তাই জনগণের এখন নির্বাচনের প্রতি আস্থা নেই।

ডাকসু নির্বাচন নিয়ে ফখরুল বলেন, সোমবার (১১ মার্চ) ডাকসু নির্বাচন। এ নির্বাচনে ছাত্রদল অংশ নিয়েছে। এটাকে স্বাগত জানাই। কোন দল জিতবে সেটা পরের বিবেচ্য বিষয়। কারণ ২৮ বছর ডাকসু নির্বাচন হয়নি, আমাদের দেশে যে রাজনীতিবিদ গড়ার কারখানা তা বন্ধ ছিল। এ নির্বাচনের মধ্যদিয়ে ছাত্রসমাজে রাজনীতির সুবাতাস বইতে শুরু করেছে। এটা চালু থাকলে দেশের জন্য ভালো হবে।

Bootstrap Image Preview