Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ০৩:৫৯ PM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ০৩:৫৯ PM

bdmorning Image Preview


নরসিংদীতে ইউএমসি পাটকল শ্রমিকরা মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। 

রবিবার (১০ মার্চ) সকাল ১১টায় নরসিংদী  ইউএমসি পাট কারখানা থেকে বিক্ষোভ মিছিলটি রেব হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ঘুরে সাহেবপ্রতাপ মোড়  হয়ে ইউএমসি গেইটে গিয়ে শেষ হয়।

এ সময় তারা ঢাকা-সিলেট মহাসড়কের সাহেবপ্রতাপ মোড়ে কিছুক্ষণ অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর নরসিংদী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সড়কে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এসময় ইউএমসি জুট মিলে প্রায় ৫ হাজারের অধিক শ্রমিক নিয়ে জেলার বিভিন্ন স্পটে ঘুরলে ৩ চাকার যানবাহনে এই যানজটের সৃষ্টি হয়। এসময় দূরদূরান্ত থেকে আসা সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির স্বীকার হতে হয়। 

এদিকে ইউএমসি জুটমিলের শ্রমিক মোঃ শাহিন মিয়া (৩৫) গণমাধ্যমকর্মীদের জানান, দীর্ঘ ৩ মাস যাবৎ আমাদের বকেয়া পরিশোধ না করায় শহরাঞ্চলে থেকে আমাদের পরিবার পরিজনকে নিয়ে হিমশিম খেতে হচ্ছে। 

একই কারখানার শ্রমিক নেতা মোঃ বিল্লাল হোসেন বলেন, দীর্ঘদিন যাবত বকেয়া পরিশোধ না করায় আমাদের ইউএমসি মিলে দায়িত্বে থাকা জিএমকে অবগত করলে তিনি বলেন, সরকারের পর্যাপ্ত পরিমাণ বাজেট না দেওয়ায় ও আমাদের তহবিলে ফাণ্ড না থাকায় বকেয়াগুলো আটকে গেছে। 

এই বিষয়ে ইউএমসি জুটমিলে দায়িত্বে থাকা ক্যাশ ম্যানেজার মোঃ কাউছার হাবিবকে এই বিষয়ে অবগত করলে তিনি বলেন, এটি একটি উস্কানিমূলক কথার কারণে আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

এই বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি। যথাযথ সময়ে বিষয়টি আমলে নিয়ে দ্রুত সময়ে একটি সমাধানে পৌছার চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

বিশেষজ্ঞরা মনে করেন, শ্রমিক একটি দেশের সম্পদ। তাদের মেহনতের অর্থ দিয়ে দেশ এখন উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। তাই শ্রমিকদের মজুরি কমিশনের বিষয়ে দ্রুত সময়ে সমাধান করা উচিত বলে মনে করে তারা।  
 

Bootstrap Image Preview